ছয়
মাকে ফেরাও আমি একটাও পিঁপড়ে মারি না
মাকে ফেরাও ছোটবৌমা বলছে একমাস ঝগড়া হয়নি
মাকে হাসাও আমি ছেড়েছি সবকটা সিগারেট
মাকে ফেরাও বন্ধুর বান্ধবীকে, ছি, কেউ চিঠি লেখে!
মাকে ফেরাও জন্মদ্বার ধুয়ে দিলাম ওষুধে চন্দনে
মাও বুঝুক ওর যাওয়া শুধু আমার হাতে
মাকে বলেছো বাবার স্বপ্ন ঠিকই সত্যি হবে?
মাকে ফেরাও এই যে বুক — মাতৃশোক সহ্য করে না
সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ মা।
শুভ সকাল প্রিয় কবিবন্ধু চন্দন দা। ধারাবাহিকটি যেন সচল থাকে।