কোন কোন দিন পথ চলতে চলতে আকাশের দিকে তাকাই যখন দেখি অস্তগামী সুর্য্যের আলো ঝর্ণার মত ঝরে পড়ছে মেঘের ফাঁক দিয়ে। নীল আকাশের উপর সাদা মেঘেরা দাঁড়ি কেটে আকাশের বুকে তাদের ভালোবাসা এঁকে দিয়েছে। সুর্য্যের আলো কিছুটা ম্রিয়মাণ। গাছের উপর মেঘেদের সান্ধ্যকালীন ছায়া। দূরে নদীর জল একটু কালচে রঙের ঢেউয়ের দোলায় যেন শিউরে উঠছে। পাশেই বড় বড় গাছগুলো হাওয়ার দোলায় তাদের পাতাগুলিকে খুশিতে ছন্দিল ভঙ্গিমায় নড়েচড়ে বেড়ানোর অবাধ স্বাধীনতা দিয়েছে। অদ্ভুত এক ভালোলাগায় মন ভরে যায়। প্রকৃতির এই নানা সময়ে নানা রূপের পরিবেশে মন হয়ে যায় ধীর, স্থির, শান্ত ও সমাহিত।
রাতের রহস্যময়তা যেন পদ্মের পাপড়ি মেলার মত ধীরে ধীরে উন্মোচিত হয়। আকাশের গভীরে সূর্যাস্তের অন্তিম কমলা ভাঙা রঙ, নদীর জলে ঘনীভূত কালো ছায়ার সমাবেশ, রাতের আকাশে অল্প আলোয় পাখিদের শেষ উড়ে যাওয়া, পাহাড়ের কোলে অন্ধকারের প্রশান্তি, চন্দ্রমার ধীর গতিতে ক্রমশ: প্রকাশ আধারের বুক চিরে মেঘেদের পালক সরিয়ে আর সব শেষে অগুন্তি রূপালী তারকাদের আকশের জমিনে ফুটে ওঠা এই এক এক দৃশ্যের মহিমা মনকে মুগ্ধ, বিবশ ও ধ্যানস্থ করে দেয়।
কবিতার পাশাপাশি গদ্যেও আপনি অনেক সাবলীল।
মুগ্ধ ভালো লাগা রাখলাম প্রিয় কবিবন্ধু। শুভ সন্ধ্যা এবং শুভ সকাল।
শুভ সকাল ও ধন্যবাদ প্রিয় কবি |
ধন্যবাদ বন্ধু।
শুভ সকাল ও ধন্যবাদ প্রিয় কবি |