তুই কথা বললেই শব্দের ঝুনঝুন
হাসি’তে চুড়ির রিনঝিন
কান্নায় বৃষ্টি ঝুম;
অনেক দিন দেখা হয় নি তোর সাথে
কথা হয় নি চোখে চোখ রেখে,
চলে আায় বাবুই বাসায়
দোল খাই খোলা বাতাসে,
তারপর না হয় একই কাপে চা
দুজনার ঠোঁট চুমুকে
দুপুর রোদে স্বপ্ন চোখে;
মনেরও তো কখনো কখনো আকাশ হতে ইচ্ছে করে
কিংবা মেঘ,
চল উড়ে যাই পাখিডানায় নীলাকাশে
চল ভেসে যাই স্বপ্ন দেশে।
মনেরও তো কখনো কখনো আকাশ হতে ইচ্ছে করে

কিংবা মেঘ
আপনার লিখা পড়লে প্রায়ই মনে হয় … আমি যেন আমার কথাটাই পড়ছি।