জনৈক প্রেমিক ও তার উক্তি

জনৈক প্রেমিক ও তার উক্তি

আমি তোমায় নির্ভার রেখে ভালবাসতে চাই
আমি চাই না আমায় ভালোবেসে তুমি দায়বদ্ধতায় থাকো।
কি যে ভালোবাসি কি বোঝো,
তবে তুমি বুঝবেই আমি জানি
তুমি যে আর পাঁচজনের মত মোটা দাগের নও।

বছরের পর বছর অপেক্ষা করেছি
শুধু তোমার নজরে আসার জন্য
বুঝতে পেরেছিলাম তুমি আমায় সে ভাবে কখনই দেখ নি
তাই অনেক সময় চলে গেছে —

তোমার ভাষা বুঝি না ত’ কি ?
পাশে ধরে আছি আমার পরম বন্ধুর হাত
যে আমার হয়ে তোমার সব কবিতার ভাষা বুঝে নেয়।
এ প্রেম সফল হবে কি না জানা নেই
শুধু জানি তোমার কষ্টে আর লাঞ্ছনায় আবার বুক ফেটে রক্তাক্ত হয়।

4 thoughts on “জনৈক প্রেমিক ও তার উক্তি

  1. এ প্রেম সফল হবে কি না জানা নেই
    শুধু জানি তোমার কষ্টে আর লাঞ্ছনায় আবার বুক ফেটে রক্তাক্ত হয়।

    1. ভীষনই রক্তাক্ত হয়, চোখে দেখা যায় না |

  2. “তোমার ভাষা বুঝি না ত’ কি ?
    পাশে ধরে আছি আমার পরম বন্ধুর হাত
    যে আমার হয়ে তোমার সব কবিতার ভাষা বুঝে নেয়।
    এ প্রেম সফল হবে কি না জানা নেই
    শুধু জানি তোমার কষ্টে আর লাঞ্ছনায় আবার বুক ফেটে রক্তাক্ত হয়।”

    চমৎকার কবিতা। শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. একদম খাঁটি কথা | ধন্যবাদ কবি বন্ধু |

মন্তব্য প্রধান বন্ধ আছে।