রূপক
তোমাকে দুহাতের মুঠোয় ধরলেই আশ্চর্য কেরামতিতে
মুঠোফোন হয়ে যাও,
এত ইঞ্চি অত থিকনেস
গোরিলা গ্লাস, হামলে পড়া তোমার
সাড়ে তেত্রিশ হাজার লাভারের
চোখের সামনে দিয়ে ধুলো উড়িয়ে
তোমাকে এ হাত ও হাতের নোম্যান্সল্যান্ডে
বসিয়ে উধাও হতে জাস্ট ফ্র্যাকশন অব সেকেন্ড:
পাশ দিয়ে ঝড় বইলে
সৌমিত্র শরনং সৌমিত্র গমনং
বাকিটুকু মার্কেজের রূপকথা।
পাশ দিয়ে ঝড় বইলে
সৌমিত্র শরনং সৌমিত্র গমনং
বাকিটুকু মার্কেজের রূপকথা।
শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।