মরা বাঁচার নকশীকথা
কোজাগরী রাতে আমার উঠোনে
পা রেখে দেখি বন্যা হয়ে যায়
পূর্ণিমার চাঁদ আমার দু:খে
জ্যোছনা না এনে সুনামি আনে
আমি ঘোড়ার ডিম আর পাখির
জরায়ু নির্গত ছানা দুটিকে ধরে
বন্যাত্রাণকর্তাদের সাথে পিছু হাঁটি
জল নেমে গেলে আমার ঈশ্বরকে
স্মরণ করে কলমটা তুলে নিয়ে ফের
ছুঁচোর কেত্তন করতে মনোনিবেশ করি।
"কোজাগরী রাতে আমার উঠোনে
পা রেখে দেখি … বন্যা হয়ে যায়
পূর্ণিমার চাঁদ।" ___ কী অসাধারণ এক অনুভূতির শব্দ সম্মেলন। অভিনন্দন বন্ধু।
ঈশ্বর সর্বংসহা দিদি ভাই। এগিয়ে চলুন।
ভাল্লাগসে বন্ধু