কেউ নদী হতে পারে নাই

কেউ নদী হতে পারে নাই

একটা নদীর মতো লম্বা হওয়ার সাধ ছিল তার
গোপনে গাভীর দুধ দোহন পদ্ধতিটা যদি জানা যেতো
তবে হতে পারতো পদ্মা নদীর মাঝি
কথার তীব্র স্রোতে মাঝ দরিয়ায় ঝড় তুলতো
সাধ ছিল কার্তিক মাসে কুকুরের গলায় ঘণ্টি বাঁধার
চুকচুক আওয়াজ উঠলে কেমন দেখায় চোরের মুখ
যে কিনা বাসিমুখে স্ত্রীকে রেখে এসেছে ঘরে
নদীর মতো কিছুটা একরোখা স্বভাবের হওয়ার সাধ ছিল
গাভীর লেজের ঝাপটায় কেমন করে ঢেউ ওঠে
তাও দেখার সাধ ছিল
না, তার কিছুই হওয়া হয়ে ওঠেনি
যখন ভালোবেসে নদীই হতে পারেনি তখন আর কি হবে?

6 thoughts on “কেউ নদী হতে পারে নাই

  1. বড় বাস্তব এই সত্যানুভূতি। শুভ সকাল প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।

  2. কেন আপনাগতি নদী ভাবে কত রঙ তরঙ্গ সত্যিকারে নদী হয়েছে সংসারে

    ভাঙ্গছে কত কুলকিনার তবে এরাই ত নদী গর্ভে পুর্নজন্ম বান——

    কবি দা অনেক শুভ কামনা————

  3. আত্মবিশ্বাসী লেখা পড়লাম কবি দা। শুভেচ্ছা

মন্তব্য প্রধান বন্ধ আছে।