আগমনী

আগমনী

শরতের মেঘে মেঘে মায়ের আগমনী
সোনা সূর্য্য ঝিকমিকিয়ে যায় পাতায় পাতায়,
কাঁচা হলুদ বরণ যেন লেগে আছে ঘাসে
কাশের দল মাথা নেড়ে ফিসফিসিয়ে হেসে যায়।

শিশির ভেজানো সকালে কে ঐ বালিকা
খালি পায়ে নূপুর পড়ে বাগানে শিউলি কুড়ায় ?
দূরে শুরু হয় ঢাকের আওয়াজ ভোর হল
পূজার ফুল এনে সে ঝুড়িতে উপুড় করে দেয়।
শুরু হয় মন্ত্র, শুরু হয় আরতি, পুষ্পাঞ্জলি
মায়ের পাশটিতে দাঁড়িয়ে ছোট মেয়ে মন্ত্রগান গায়,
নানা বস্ত্র, আভরণ সজ্জিত যত পুরুষ ও নারী
পূজাস্থান ভরিয়ে রাখে হাসি আনন্দের ফোয়ারায়।।

2 thoughts on “আগমনী

  1. এখনও শারদীয়া এবং বিজয়ার শুভেচ্ছা রাখি প্রিয় কবিবন্ধু। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।