শীত

শীত

শীত এলো বুঝি!
তোমার নাইটগাউনের ভেতর ঢুকে পড়ি
শীতলপাটির মতন সুখ!
হাত কী ঠান্ডা – জলের মতন

কাজ করার বড্ড সময় আছে বাকি
নাইটগাউন একটা রক্তিম উত্তাপের নাম
খুব সহজ ইকোয়েশন!

আঙুল থেকে চুঁইয়ে পড়ে আরণ্যক প্রেম
বিয়ারিং জীবন! গড়িয়ে গড়িয়ে ঠিকই
দুপুরের দিকে যাত্রা করা যাবে।
.

2 thoughts on “শীত

  1. যদিও গরমকাল; তারপরও শীত নিয়ে অসাধারণ লিখেছেন প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।