মা ও আমি

মা ও আমি

“মা”
দিবা হলো গত
আঁধার ঘিরে এলো
সোনামণি কোথায় তুই
হৃদয়ের জ্বালা শুরু হলো
আয় আয় সোনা তুই ঘরে ফিরে আয়
নিরব ছায়া নয়নে এলো প্রায়
তুই যে আমার আঁধার রাতের আলো
সাত রাজার ধন
তুই ছাড়া আমার কানন ধুধুমরুময়।

“আমি”
লুকিয়ে লুকিয়ে মা তোকে দূরাকাশে দেখি
কোথা হতে এসে যায় দু’নয়নে এতো নোনাবারি
মা, এ মন হারিয়ে যায় বাউরা সংশ্রবের মতো
মহাপ্রলয়ের মতো চুর্ণবিচুর্ণ ক’রে তোর আহাজারি
ছোট্ট এ প্রাণ মানেনা বান ভেঙে চুরমার বক্ষছাতি।

আলোকে দেখি আঁধার আসা-যাওয়ার এই সময়
সামান্য কিছুক্ষণে মা যদি তোর দ্যাখা না পাই
তাকিয়ে থাকি ঐ দূরাকাশের পানে খুঁজি তোমায়
মা, এ পৃথিবীর মায়া ছেড়ে দিতে পারি, জেনে রাখিস
যেমনটি তুই ঠিক তেমনটিও আমি, রক্তের কারসাজি।

আমিনুল ইসলাম রুদ্র সম্পর্কে

মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জন্ম : ১৪ জানুয়ারি, ১৯৮১। ডাক নাম রুদ্র আমিন (Rudra Amin)। একজন বাংলাদেশ কবি, লেখক ও সাংবাদিক। নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ কবিতা বিভাগে তিনি পুরস্কার গ্রহণ করেন। জন্ম ও শিক্ষাজীবন মোঃ আমিনুল ইসলাম রুদ্র ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন মূল পেশা থেকে দূরে সরে গিয়ে তিনি লেখালেখি এবং সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। কাজ করেছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নববার্তা.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি উইকিপিডিয়াকে ভালোবেসে উইকিপিডিয়ায় অবদানকারী হিসেবে উইকিপিডিয়া অধ্যয়নরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫); আমি ও আমার কবিতা (২০১৬); বিমূর্ত ভালোবাসা (২০১৮); অধরা- সিরিজ কবিতা (২০২০) প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)। আমার সকল লেখা পড়তে ভিজিট করুন : রুদ্র আমিন

4 thoughts on “মা ও আমি

  1. পৃথিবীতে শ্রেষ্ঠ কোন নিঃস্বার্থের বন্ধন যদি থেকে থাকে সেটা হচ্ছে মা। মা এর তুলনা কেবল মা। আপনার লিখাটি পড়ে আবেগ তাড়িত হলাম মি. রুদ্র আমিন। মা সর্বদা হৃদয়ে থাক। সর্বক্ষণ।

    1. মা, বেশি কিছু বলার নেই। আমার অনুপস্থিত যেমন মা সইতে পারে না ঠিক তেমনি আমি। দু'সপ্তাহ যাবত আমি আর মা ৮৮ কিঃমিঃ দূরুত্বে অবস্থান করছি। মাকে খুব মিস করছি।

  2. মা থাকুক জীবন জুড়ে। সম্মান কবি দা।

    1. মন্তব্যে ভালো লাগা। সেটাই কামনা। মা সবার হৃদয় জুড়ে বসবাস করুক। পতিত হোক বৃদ্ধাশ্রম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।