অজানা সুর

অজানা সুর

রূপ, তুমি যখন চুপিচুপি এসে আমার গালে
আলতো আঙুল দিয়ে অশ্রুকণা কিছু মুছে দাও
বেশ ভালো লাগে, এ পাড়ায় কিছু সাধু মানুষ
মনের কথা বললে চোখ ভিজিয়ে লাল ফুল করে
আর কিছু বৈরাগিণী অঝোরে দুকূল কান্নায় ভরে
তাই আমিও মিষ্টি কথা না বলে মধুরে শব্দ রাখি।

অজানা পাখিদের সাথে একদিন উড়ে এস রূপ
দুজনে মিলে সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে যাব,
ভাসমান বোটের ’পরে মানুষদের রুমাল দেখাব,
তারপর চোখে চোখ রেখে নি:শব্দ ভাষা বলবো।

10 thoughts on “অজানা সুর

  1. এ পাড়ায় কিছু সাধু মানুষ
    মনের কথা বললে চোখ ভিজিয়ে লাল ফুল করে
    আর কিছু বৈরাগিণী অঝোরে দুকূল কান্নায় ভরে
    তাই আমিও মিষ্টি কথা না বলে মধুরে শব্দ রাখি।

     

    অনবদ্য কাব্য শৈলী! 
      লেখনি পাঠে খুব ভাল লাগলো। 

  2. শুধু সুন্দর নয়; অনেক সুন্দর। :) অভিনন্দনর প্রিয় কবিবন্ধু দেবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. বন্ধু তোমার সুন্দর কথা শুনলেই মন ভরে যায় ।

  3. "ভাসমান বোটের ’পরে মানুষদের রুমাল দেখাব,
    তারপর চোখে চোখ রেখে নি:শব্দ ভাষা বলবো।"

    খুব ভাল লাগল প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় পাঠক বন্ধু ।

  4. বেশ অনুপ্রানিত হইলাম দিদি

    অনেক শুভেচ্ছা নিবেন———-

    1. ধন্যবাদ ও শুভেচ্ছা নিও প্রিয় কবি বোন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।