লিপি ও প্রতিলিপি
আমি অনবরত কড়া নেড়েছি, কিন্তু তুমি সাড়া দাও নি।
আমি ভগ্ন থেকে ভগ্নাংশে সরে গেছি
আমি তোমার নৈশব্দপ্রিয়া হয়েছি
কবিতাগুচ্ছে জমিয়ে রাখি লিপি আর প্রতিলিপি
তোমার কপাল থেকে সরে যায় একগুচ্ছ চুল
আমি পাতায় তুলে রাখি তোমার বিষাদ ঠোঁট
অপূর্ব আলোয় ভরে যায় কনকফুলের বাগান
আমি চৌখুপি ইটের ওপর এক পা এক পা রেখে
অতিক্রম করে যাই গোটা একটা গ্রাম্য চত্বর
সাঁকো পেরিয়ে নদীর ওপারে গিয়ে দেখি অপূর্ব এক শহর।
কবিতায় মুগ্ধতা জানালাম দিদি ভাই। ভালো থাকবেন।
নৈশব্দপ্রিয়ার অসাধারণ কথাকলি পড়ে সত্যকারার্থেই মুগ্ধ হলাম দেবী।
অনুবাদ কবিতার পাশাপাশি আপনার অন্যান্য কবিতার আমার কাছে চমৎকার লাগে বোন। শুভেচ্ছা রাখলাম।