প্রদর্শিত যৌবনের ছোঁয়া
দৃশ্যের ভেতর জন্ম হচ্ছে দৃশ্যের
দ্বৈত সত্তার ডাক – মাটির প্রদীপ নিভে
সরু কোমরের ঢেউ – দক্ষিণের রাণী
বিসর্গ চোখে জন্ম নিচ্ছে অন্ধঘুম
তোমার বুকে কার সমাধিস্থল?
সুঁই সুতোর সেলাই – বাদামি ঠোঁটে
পৃথিবীর দ্রাঘিমা রেখায় তোমায় রাখি
এই বুক স্মৃতির চিলেকোঠা
সব ঋতুতেই থাকে চিরসবুজ।
পরিচ্ছন্ন কবিতা প্রিয় কবি দা। আপনার লেখার প্রসংশা করি সবসময়।
আপনার প্রতিটি লিখাই অনবদ্য এবং পরিচ্ছন্ন ঘরানায় গড়ে উঠা বলে মনে হয়। অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভরাত্রি।
দারুণ লিখা প্রিয় কবি দা।