অস্থি
পাশ ফিরে বসে আছে শিকারী বক
রোজ সে আর তার নাচনেওয়ালী সখি
একটা সাদা পায়রা ছিঁড়ে ছিঁড়ে খায়
পাতাল থেকে খুঁড়ে আনে কঙ্কাল
ক্যালিগ্রাফি হরফে আঁকা থাকে পায়রার অস্থি।
সাথীপাখি তুলাদণ্ড নিয়ে আসে
তলায় আঠা লাগিয়ে আলিবাবার সাথে মোহর ওজন করে।
কখনো দেখা যায় তার সুদৃশ্য পায়ের পাতা
উন্মুক্ত কাব্যিক গোড়ালি, নাকের নথ
অথবা খোলা বেলিবাটন;
যে নরকে বকও মাথা কুটে মরে
আর মেলাতলার লোকজন।
খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই |
আপনার লিখায় বরাবরই থাকে স্বতন্ত্র স্বকীয়তা। অভিনন্দন দিদি ভাই।
শুভেচ্ছা নিও সোনা বোন ।
কবিতা সুন্দর হয়েছে বোন।
অনেক ধন্যবাদ প্রিয় কবি |
চমৎকার কবিতা প্রিয় কবিবন্ধু। শারদীয় শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ বন্ধু |
সাথীপাখি তুলাদণ্ড নিয়ে আসে
তলায় আঠা লাগিয়ে আলিবাবার সাথে মোহর ওজন করে।
* সুন্দর…
অনেক ধন্যবাদ বন্ধু |