ভাগ্যদোষ
মানুষই থাকতে চেয়েছিলাম বরাবর
ভাগ্যদোষে হলাম এক গুপ্তচর
অনটনের সংসার, আজ আছে কাল নেই
ভাগাড় থেকে শকুনের সাথে
খাবার ভাগ করে খাই
তাই দেখলাম এ ব্যবসা টা নেহাত মন্দ নয়
প্রপিতামহ সুত্রে প্রাপ্ত
তাই হতে দিই না তাকে বাজেয়াপ্ত
তবে অন্যেরা যাতে এ জীবিকায়
জীবন না বিলিয়ে দেয় তাই
সব কিছু জানান দিয়ে দিই
হাভে ভাবে আড়ালে আবডালে
শকুনদের সাথে কেউ ভাগ নিক বরদাস্ত হয় না।
চমৎকার কবিতা প্রিয় কবিবন্ধু। কবিতা ভালো হয়েছে।
সুন্দর হয়েছে দিদি ভাই।
শুভেচ্ছা রাখলাম বোন।
* অপূর্ব…
খুব ভালো লাগল দিদি
গুপ্তচর ! বাহ দারুণ ভাবনা।