যে মাঝি বৈঠা মারে স্রোতের হীতে,
সেই মাঝিই জানে
জীবন সামনে কি করে ছুটে।
যে নারী করে প্রণয় ভ্রান্ত মোহে,
সেই নারীই বুঝে
সবই একদিন বেলা শেষে।
যে নাবিক মাতাল চোখে দূর আকাশ দেখে,
সেই নাবিকই বুঝে
একাকীত্বের জ্বালা এক সমুদ্র কষ্ট নিয়ে বুকে।
যে পুরুষ করে গমন রমন সুখে,
সে পুরুষই ভুগে
হতাশায়, পুঁড়ে অনুতাপের বহ্নিশিখে…
চিরন্তন সত্যের আলাপ। ভালো লাগলো আপনার লিখাটি প্রিয় কবি মি. রোমেল আজিজ।
ধন্যবাদ।
কবিতাটি অসাধারণ হয়েছে কবি দা।
যে নাবিক মাতাল চোখে দূর আকাশ দেখে,
সেই নাবিকই বুঝে
একাকীত্বের জ্বালা এক সমুদ্র কষ্ট নিয়ে বুকে। বাহ্।