কান্নার রঙ

কান্নার রঙ

কত কত রঙ তোর
কত রঙের মন
মন আর নারীতে
কত কত বিভাজন,
চিনতে পারি নি নারী
চিনি নি তোর মন
রংধনুর রঙে দেখি
তোর নানা রঙ;

সাদা দেখি কালো দেখি
জ্যোৎস্না মন
মনের রঙ কি হে নারী
রংধনুর রঙ,
কত কত মন রঙে
কত রঙের ঢং
ভালোবাসার রঙ নাকি
অশ্রুর রঙ;

জলের রঙ কি রে নারী?
অশ্রুর রঙ?
ভালোবাসা কান্না
ভালোবাসা ক্ষরণ,
নারীর মন কেমন?
ষড়ঋতু যেমন
প্রেম মানেই ছলনা
কান্নার রঙ।

3 thoughts on “কান্নার রঙ

  1. কত কত রঙ তোর
    কত রঙের মন
    মন আর নারীতে
    কত কত বিভাজন। ____ দারুণ প্রিয় নির্বাসনের মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মুগ্ধতা রাখলাম কবি যাযাবর জীবন ভাই। লিখাটি অতুলনীয় বটে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।