নতুন চারা

নতুন চারা

জয়ন্ত, জানো কবিতা লেখার সময় হয় না গো
তাই উত্তর দিয়ে উঠতে পারি না।
বলছিলাম কি, তোমার ঝিলে কি নতুন চারা উঠেছে ?

দশ বছরের পুরোনো জবা গাছ,
তাও এখন ফলন কম হয়।
নতুন গাছের চারা লাগাও সুগন্ধি কোনো ফুল,
যার অপরূপ গন্ধ তোমার শরীরে আর মনে
পূর্বজনমের স্মৃতি এনে দেবে।

জয়ন্ত, কবিতা আজকাল আর আসে না
তোমাতেই ভরে থাকি সেই দশ বছর ধরে
একঘেঁয়ে পাখিছানা হয়ে, ঠিক তোমারি মতন।

জয়ন্ত, এখন বিবাগী হয়ো না,
তোমার শেক্সপিরিয়ান ঢঙের কবিতা আমায় গল্প শোনায়।

6 thoughts on “নতুন চারা

  1. কবিতায় দারুণ একটি সময়ের ছবি উঠে এসেছে। অভিনন্দ প্রিয় কবিবন্ধু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।