সিম্ফনি

সিম্ফনি

ক্রিস্টাল ফুলদানিতে বসানো আরক্তিম গোলাপ
চারিদিক ঘিরেছে সুন্দরী ফুলেরা
অদূরে পিয়ানোতে সোনাটার মূর্চ্ছনা
সঙ্গী ভায়োলিন অপূর্ব কাঁদে, হাসে।

বাইরে শ্বেতপাথরের সিঁড়ি ধাপে ধাপে
নেমে গেছে স্বচ্ছ সরোবরে
জলের ওপর ভেসে আছে থোকা থোকা শ্বেতপদ্ম

সরোবরের চারিদিকে সারিবদ্ধ ফুলের গাছ
রোদের ঝকঝকে আলোয় তাদের রং ঠিকরে পড়ছে।

এখুনি আসবেন সিম্ফনি বাদক
হলঘরের আলোগুলি জ্বলে উঠছে
মৃদু সুগন্ধে ভরে উঠেছে বাতাবরণ

সিম্ফনির তালে তালে হেঁটে আসে দুই কিশোর ও কিশোরী,
সার বেঁধে হাসিখুশি উচ্ছ্বল সঙ্গী ও সঙ্গিনীরা
ধীর পায়ে হেঁটে আসে বিবাহমঞ্চে।
পাশ থেকে দর্শকরা বিমুগ্ধনয়নে শ্বেতপুষ্পস্তবক
তাদের পায়ের নিচে সাজিয়ে রেখে যায়।

দুটি সুন্দর হৃদয় ধরা পড়বে আজ শৌখিন এই মুহূর্তে।

6 thoughts on “সিম্ফনি

  1. সার্থক পরিণতির কবিতা। অভিনন্দন প্রিয় কবি বন্ধু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর কবিতা কবি ঈন্দ্রাণী সরকার। শুভেচ্ছা। :)

  3. দারুণ কবিবোন। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ‘দুটি সুন্দর হৃদয় ধরা পড়বে আজ শৌখিন এই মুহূর্তে।’ অসাধারণ কথা। ‍শুভকামনা কবি আপনার জন্য।

  5. এমন কবিতায় সহজেই মন ভালো হয়ে যায়। :) আপনার উপস্থিতিক কমে গেছে কবি। 

  6. অনেক সুন্দর কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।