ভেজা শিশিরের টুপটাপ ছন্দ নিয়ে
যখন তুমি আসো
তোমার পায়ে জড়িয়ে ধরে কুয়াশার
কাজল কালো ঋণ
তোমার গা থেকে খসে খসে পড়ে
এক একটা মাণিক
তোমার হাসির ঝিলিকে বেজে ওঠে
নূপুরের সুরেলা বীণ
হাতের মুঠোয় একরাশ জোনাকির
আলো জ্বেলে নিয়ে
রোজ সকালে যখন আমার জানলা
ছুঁয়ে দিয়ে যাও
তখনো তোমার দুচোখের পাতায় লেগে
রাতের মধুর স্বপ্ন
গোলাপ পাপড়ি ঠোঁট থেকে ঝরে যায়
মেঘেদের নরম হাসি।
10 thoughts on “যখন তুমি আসো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছুঁয়ে দিয়ে যাও … তখনো তোমার দুচোখের পাতায় লেগে রাতের মধুর স্বপ্ন।
ধন্যবাদ বন্ধু সুপ্রভাত ।
আপনার কবিতা সেই আগে থেকেই আমার পছন্দের তালিকায় রয়েছে।
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম দিদি ভাই। অভিনন্দন। 
শুভেচ্ছা জানবেন কবি দি।
ভালো লাগল কবিতাটি,
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয়া কবিকে। শুভ সন্ধ্যা
ছোট ছোট কথায় সুন্দর কবিতা। ভালো থাকুন কবি বোন।
অভিভূত হলাম প্রিয় কবি দিদি ভাই।
ভালো লিখেছেন দিদি।
তোমার হাসির ঝিলিকে বেজে ওঠে
নূপুরের সুরেলা বীণ।
গোলাপ পাপড়ি ঠোঁট থেকে ঝরে যায়
মেঘেদের নরম হাসি।
* সুন্দর উপমা…