বাড়ছে তো বাড়ছেই

আমাদের দেশে হুড়হুড় করে সবকিছুই বাড়ছে!
মানুষ বাড়ছে, বসতি বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে,
বিদ্যুতের বাম বাড়ছে, ঘুষ বাড়ছে, ঘুষখোর বাড়ছে
কর্মসংস্থান বাড়ছে, বেকার বাড়ছে, বেকারত্ব বাড়ছে।

রাস্তাঘাট বাড়ছে, ব্রিজ বাড়ছে, যানবাহন বাড়ছে,
যানজট বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে,
আহাজারি বাড়ছে, কান্না বাড়ছে, শোক বাড়ছে,
দুর্দশা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে।

স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, শিক্ষার হার বাড়ছে,
শিক্ষিত বাড়ছে, দুশ্চরিত্র বাড়ছে, ধর্ষক বাড়ছে,
ধর্ষণ বাড়ছে, বলৎকার বাড়ছে, চোর বাড়ছে,
চুরি বাড়ছে, মাদক বাড়ছে, মাদকাসক্ত বাড়ছে।

বেতন বাড়ছে, আয় বাড়ছে, ব্যয় বাড়ছে,
সমস্যা বাড়ছে, প্রবাসী বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে,
আমদানি বাড়ছে, রপ্তানি বাড়ছে, লেনদেন বাড়ছে,
শিল্পপতি বাড়ছে, বাটপার বাড়ছে, বাটপারি বাড়ছে।

ক্যাসিনো বাড়ছে, জুয়াড়ি বাড়ছে, মামলা বাড়ছে,
দুর্নীতি বাড়ছে, দুর্নীতিবাজ বাড়ছে, অপরাধ বাড়ছে,
অপরাধী বাড়ছে, ছিনতাই বাড়ছে, ধরপাকড় বাড়ছে,
ডাকাতি বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে।

মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মুসুল্লি বাড়ছে,
ঈমান বাড়ছে, বেঈমান বাড়ছে, বেঈমানী বাড়ছে,
গুজব বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, নেতা-নেত্রী বাড়ছে,
ক্রসফায়ার বাড়ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

18 thoughts on “বাড়ছে তো বাড়ছেই

  1. ঈমান বাড়ছে, বেঈমান বাড়ছে, বেঈমানী বাড়ছে,

    আমদানি বাড়ছে, রপ্তানি বাড়ছে, লেনদেন বাড়ছে,
    শিল্পপতি বাড়ছে, বাটপার বাড়ছে, বাটপারি বাড়ছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

    1. সময়ের কারণে শব্দনীড়ে সময় দিতে পারছি না। তবুও প্রাণের শব্দনীড় আমাকে ছাড়ছে না। আমি নিরুপায়, দাদা। আশা করি নিয়মিত হবো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।             

  2. একমাত্র মানবিকতা আর সহনশীলতা ছাড়া বাকি সব কিছু বাড়ছে তো বাড়ছেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শ্রদ্ধেয় সাজিয়া দিদি, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দিদি।               

    1. দাদা, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দাদা। 

  3. আহাজারি বাড়ছে, কান্না বাড়ছে, শোক বাড়ছে,
    দুর্দশা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে। :(

    1. দাদা, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দাদা। 

    1. দিদি, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দিদি। 

  4. হ ভাই, সব বাড়ছে। ঢাকা শহরে মধ্যবিত্তদের ৭১% তাই বিষন্নতায়  ভুগছে!

    1. শ্রদ্ধেয় কবি দাদা, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি। 

    1. দিদি, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দিদি। 

  5. মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মুসুল্লি বাড়ছে,
    ঈমান বাড়ছে, বেঈমান বাড়ছে, বেঈমানী বাড়ছে,
    গুজব বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, নেতা-নেত্রী বাড়ছে,
    ক্রসফায়ার বাড়ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. দাদা, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দাদা।

    1. দাদা, আমি ইদানীং সাংসারিক ঝামেলার মধ্যে আছি। তাই শবনীড়ে বেশি সময় দিতে পারছি না এবং আপনাদের লেখাগুলো মিস করছি। আশা করি নিয়মিত হবো। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।