অহ্যলার জীবন্মুক্তি

14570382_811194392351339_2912076205054846763_n

যশোমতির পাহাড়ি উপত্যকায় আমি প্রথম
দেখেছিলাম তোমার চোখে অপূর্ব ভালোবাসা,
সেই থেকে পাহাড় পাহাড় আমার বড় প্রিয় ।
আমি ছুটে চলি আটলান্টিক থেকে
প্রশান্ত মহাসাগরের সমুদ্রতটে ভেসে যাই ।
প্যারিসের আইফেল টাওয়ারের শীর্ষে
বুক ভরে নিঃশ্বাস নিয়ে বন্ধ করি চোখের পাতা,
হাত বাড়িয়ে দিই তোমার হাতের স্পর্শকামনায়।
গ্র্যান্ড ক্যানিয়নের সুবিস্তীর্ণ বর্ণবৈচিত্রময়
গিরিখাত নব্যতা আনে আমার ভাবনায়,
খুঁজে পাই তোমার মনের বিপ্রতীপ ভাবনার দোলাচল।
অবশেষে জ্যামাইকার সমুদ্রের বিশালতায়
নতুন করে তোমাকে খুঁজে পেলাম,
তুমি মিশে আছ প্রতিটি বালুকনায়, প্রতিটি জলকণায়।
অহল্যার তপস্যা সফল হলো তোমার পায়ের স্পর্শে
মৃন্ময়ী শিলাপাথরের চিন্ময়ী রূপদানে,
এইরূপে সার্থক জীবন ফিরে গেল যশোমতির উপত্যকায়।

3 thoughts on “অহ্যলার জীবন্মুক্তি

  1. অনিন্দ্য শব্দ সম্মিলনে যেন অনুভূতির বাঙময়। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।