নিয়তির ছল

পকেট হাতড়িয়ে পেলাম চকলেট
দিলেম গুজে কোমল হাতে;
পরনে শুধু ছেঁড়া ময়লা হাফপেন্ট
কাঁপছে শিশুটি অতি শীতে।
বাড়ির পাশে ঐ নীম গাছটির নীচে
আজকাল প্রায় দেখি ওকে;
ধুলোতে মাথার চুল সাদা হয়ে আছে
কত স্বপ্নও লুকিয়ে চোখে।
কোথায় আস্তানা তবে কিছুই জানি না
সে বাবা মা কোথায় বা তার;
হয়ত নীড় এই খোলা আকাশখানা
হই প্রশ্নবিদ্ধ বার বার।
রোজ সকালে দেখি ওকে ওখানে বসে
জিজ্ঞাসি, কই থাকিস রাতে ?
স্বপ্ন জমে আছে নীল চোখে শুধু হাসে
হয়েছে নির্বাক কষাঘাতে।
যেই দিলেম এক খণ্ড বস্ত্র পুরানা
শুষ্ক আঁখি ফেটে এলো জল;
লুটিয়ে পড়ে পায়ে খুশীতে আটখানা
ভাবি এই নিয়তির ছল !

4 thoughts on “নিয়তির ছল

  1. লিখাটি পড়তে গিয়ে এক ধরণের নস্টালজিয়ায় ভুগলাম প্রিয় কবি। অসাধারন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সব সময়।

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।