অপরাধবোধে তারা চুপ করে থাকে
তুমি কেন কষ্ট পাও ?
দেখেছি তোমার কষ্ট আমার কথা ভেবে
অচেনা অজানার অশ্রু আমায় ছুঁয়ে গেল
এ জগতে কে কার কথা ভেবে কাঁদে ?
সব কান্নাতেই জুড়ে যায় নিজের স্বার্থ
ওরা সাময়িক ভ্রমে আছে যে বিষয়ে
তারা নিজেরাও ওয়াকিবহাল
এমন ভ্রমে অনেকেই থাকে তফাৎ খালি
সেটা প্রকাশের পন্থা, কেউ সেটা গোপনে রাখতে চায়
কেউ রাখতে গিয়েও একসময়ে নিজের কাছে হার মেনে যায়
কিন্তু এই ভুল ভ্রান্তির নামই ত’ জীবন
তাই জীবন যা শেখায় সে শিক্ষা কোনো পাঠ্যপুস্তকে নেই
যে অর্বাচীনেরা নিজেদের আরোপিত ভাবনায়
মানুষের বাইরেটা দেখে বিচার করে, করে যাক যতদিন পারে,
কোনো না কোনো দিন তাদেরও থামতে হবে
তুমি আমি সেই অর্বাচীনদের দলে নেই তাই যথেষ্ট
যে নীরবতা ভাঙানোর সব প্রচেষ্টাই বৃথা
সেই নীরবতা শুধু নীরবতা দিয়েই ভাঙা যায়
ভাগ্য ভালো তাদের যে এই হাত ধরেছিলো
যে হাত কোনো নিরপরাধকে, যে কি না তার ক্ষতিকারক নয়
তার গলা টিপে জলে ফেলে দিতে শেখে নি
এটাই তার দীর্ঘ জীবনের পাঠ
কষ্ট পেও না, আলোর পথ তারা দেখবেই…..
কষ্ট পেও না, আলোর পথ তারা দেখবেই…..

অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু, শুভেচ্ছা রইল ।
অনিন্দ্য সুন্দর অনুভুতিময় লেখা।
ধন্যবাদ কবি । আমি আপ্লুত ।