চাল ঢাল আটা ময়দা
তাদের নিয়ে লুটছে ফায়দা,
গরিবের আটা এখন খেতে মানা
আটা খাচ্ছে এখন ঐ শাহজাদা!
আলু পটল বাঁধাকপি
তারা যেন শাবনুর ববি,
কিনতে গেলেও যায়না কেনা
তাই দূর থেকে ওঠালাম ছবি!
পেঁয়াজ রসুন আদা জিরা
তারা এখন স্বপ্নের হিরা,
সামনে যেতেও করছে মানা
কারণ, গরিবের গায়ে জামা ছেঁড়া।
গরমমসলা আর তেল লবণ
তারা এখন লঙ্কার রাবণ,
ধরতে চাইলেও যায়না ধরা
সেটা নিত্য পণ্যের দুর্মূল্যের কারণ!
ধরতে চাইলেও যায়না ধরা
সেটা নিত্য পণ্যের দুর্মূল্যের কারণ!
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
দামের আগুনে পড়ে অন্তর তবুও চুপ থাকি
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।