আহা বৃষ্টি

index

বৃষ্টি এল এই অরণ্যে
উঁচু উঁচুপাইনের মাথা
হাওয়ায় দুলতে থাকে

ঘাসে ঘাসে চিকচিকে
জলের অজস্র ফোঁটা
এক হয়ে মাটি ভেজায়

কতদিনের শুকনো মাটি
চাতকের মত চেয়ে থাকে
ভিজে সতেজ প্রাণস্পর্শ

দোয়েল শ্যামা সুর ধরেছে
রাস্তাঘাট জলে ডুবু ডুবু
উষ্ণতা থেকে শীতলতা

পাহাড়ের ঢালু পথ চিরে
নেমে এসে জলের ধারা
পদ্ম শালুক হাসি ছড়ায়

পানকৌড়ি আর মাছরাঙা
জলের ধরে বসে ভাবিত
আহা বৃষ্টি কি অপূর্ব তুমি !

2 thoughts on “আহা বৃষ্টি

  1. পানকৌড়ি আর মাছরাঙা
    জলের ধরে বসে ভাবিত … আহা বৃষ্টি কি অপূর্ব তুমি। ___ শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বন্ধু ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।