ভাবি, বনবাসের প্রতীক হবো। নেবো সকল সৎকারের
ভার। আমার যা কিছু সঞ্চয়, সবকিছু বৃক্ষদের মাঝে
বিলিয়ে দিয়ে, খুঁজবো নিরুদ্দেশ। বিশেষ কোনো উদ্দেশ্য
নেই আর। খামার পুড়ে গেলে যে কৃষক গালে হাত দিয়ে
হাসে- তার আবার দুঃখ কি! ফাঁকি দিয়ে যে পাখি পিঞ্জর
ভাঙে, তাকে কে ফেরাতে পারে! যারে আঁঁকড়ে ধরে এই
পৃথিবী বাঁচে, সে তো পতঙ্গই- প্রণয়ের ধারে।
2 thoughts on “পতঙ্গদের প্রণয়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি ফকির ইলিয়াস ভাই। ভালো থাকুন নিরাপদে থাকুন।
দারুণ কাব্যিক প্রকাশ!
চমৎকার অনুভূতির উপস্থাপনা।