আনন্দে অনিকেতের কাছে যাই
অনিকেত নীরব থাকে
কখনো তার শরীর থেকে ঝরে
অযুত সহস্র আলো
কখনো আঁধারের চেয়েও গভীর
মিশকালো তার মুখ।
সহসা আমার মুখ কালো মেঘে
ঢাকা পড়ে যায়
চোখ থেকে, মুখ থেকে, গাল থেকে
ঝরে পড়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি
মাটিতে তৈরী হয় ছোটোখাটো স্রোত,
স্রোতে ভাসতে থাকে
অনিকেত ফুল আর তার অনুতপ্ত হাসি।
সহসা আমার মুখ কালো মেঘে
ঢাকা পড়ে যায়
স্রোতে ভাসতে থাকে
অনিকেত ফুল আর তার অনুতপ্ত হাসি।
বেশ ভাবনাময় কবি দিদি