নয়ন তারা

DSC00248

জীবনের হিসাব কষতে কষতে
কোথায় এসে দাঁড়িয়েছি- যেনো সব পথ ভুলে গেছি;
কতটা সেকেন্ড চাঁদ ছুঁয়েছিলাম-
সব শিশির ঝরা শুকে গেছে! আফসোস শুধু গায়ের
পারে, কৃষ্ণচুড়া চুমু ছিল বুঝি বাঁকি!
কষ্টের পূর্ণিমা রাত, রক্তাক্ত অশ্রু সজল উঠান।

তবুও থেমে নেই জীবনের প্রেক্ষাপট-
সোনালি রঙে মেখে মেখে কখন রঙিন হই- জানি না
দুষ্টুমির হাসি যেনো সবফুল ফুটাই গন্ধ-
বাতাস ছুঁয়া মৃদু স্পর্শ এক অনুভূতির দীর্ঘশ্বাস উড়ে
মেঘমালা শুধু আকাশ বুকে জমাট বৃষ্টি,
অতঃপর হিসাব সহজ গুণ- ক্ষয়ে যায় নয়ন তারা।

০৪ পৌষ ১৪২৬, ১৯ ডিসেম্বর ২০
—————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “নয়ন তারা

  1. মেঘমালা শুধু আকাশ বুকে মজা বৃষ্টি,
    অতঃপর হিসাব সহজ গুণ- ক্ষয়ে যায় নয়ন তারা। ___ এক্সিলেন্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

    1. অশেষ ধন্যবাদ  জানাই কবি দা

      ভাল ও সুস্থ থাকবেন

  2. চমৎকার লিখেছেন, দাদা। এভাবেই চলুক! পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা-সহ শুভকামনা সবসময়। 

    1. অশেষ ধন্যবাদ  জানাই কবি নিতাই দা

      ভাল ও সুস্থ থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।