১
জীবনটা বাঁধা আছে
স্বপ্নের জালে
গগনটা ভরে আছে
নক্ষত্রের তলে।
২
রাতের আঁধারে গগনে
তাঁরার মেলা
আঁধার পেয়ে জোনাকিরা
করে খেলা।
৩
মেঘের মেয়ে মেঘকুমারী
তোর বাড়ি কই
স্বপ্নে দেখেছি আমি
তুই আমার সই।
৪
নিন্দুক নিন্দুক নিন্দুক
সবার আপন সাথী
বিনা মূল্যে করে পরিষ্কার
হয়ে অন্ধকারের বাতি।
রচনাকালঃ
১১/১২/২০২০
খুব সুন্দর ছড়া কবি দা অনেক শুভ কামনা
দারুণ লিখেছেন মন্তব্য খানি
শুভকামনা রইল সতত
বাহ অসামান্য উপস্থাপন
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল সতত
ছোট ছোট কথা কাব্যে মুগ্ধ হলাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। অভিনন্দন।
শুভকামনা রইল কবি
শুভকামনা রইল