ছড়া


জীবনটা বাঁধা আছে
স্বপ্নের জালে
গগনটা ভরে আছে
নক্ষত্রের তলে।


রাতের আঁধারে গগনে
তাঁরার মেলা
আঁধার পেয়ে জোনাকিরা
করে খেলা।


মেঘের মেয়ে মেঘকুমারী
তোর বাড়ি কই
স্বপ্নে দেখেছি আমি
তুই আমার সই।


নিন্দুক নিন্দুক নিন্দুক
সবার আপন সাথী
বিনা মূল্যে করে পরিষ্কার
হয়ে অন্ধকারের বাতি।

রচনাকালঃ
১১/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “ছড়া

    1. দারুণ লিখেছেন মন্তব্য খানি

      শুভকামনা রইল সতত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

  1. ছোট ছোট কথা কাব্যে মুগ্ধ হলাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।