জন্ম আমার ধন্য ওগো
প্ররিশ্রমের জন্য,
প্ররিশ্রম বিহীন সুখ
পাইনি এই ধরার কেহ,
জ্ঞানী গুণী মনিষীরা করেছে কত শ্রম
কীর্তিমানের শ্রম হয়না কখনো পণ্ডশ্রম।
শ্রমিক হয়ে কাজ করব দেশ বিদেশে
নেই কো তাতে লাজ
লাজ করলে পাবো নাকো
সেই কাজের তাজ।
রচনাকালঃ
২৫/১২/২০১৯
ঠিক তাই। দেশের কবিতায় প্রাণঢালা ভালোবাসা কবি অপূর্ব। শুভ সকাল।
শুভকামনা রইল সতত প্রিয় কবি
ভালো থাকুন সদা
সুন্দর কবি
দারুণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল প্রিয় কবি