জীবন বৃত্তে দহন চাষ

index

বৃত্তের মাঝে বন্দি জীবনদশা
তোমাতে আমাতে কাঁটার ক্ষরণে গাঁথে
সংসার ভেঙ্গে চৌচির হওয়া দাগে
নতুন কোন জীবনের গল্প আঁকে।

সুখের কোকিল বসন্ত দিনের সাথি
বোঝেনি অবুঝ জীবনের মানচিত্র
নোঙ্গর করা জীবনের নৌকাখানি
ভেসে গেছে আজ প্রবল স্রোতের টানে।

সুখের চড়ুই নীড় বেঁধেছিলো যেই ঘরে
দুঃখের দহনে বেহিসাবের ফলাফল
আমিও কেঁদেছি রক্ত গোলাপ হাতে
তোমার চোখেও বেদানা অশ্রু জল।

ভুলকরা দিন চলে গেছে সেই কবে
নিপীড়ন ক্ষনে বিবেকের পোড়া স্বাদ
আমাদের মাঝে ধর্ম দেয়াল তোলে
পারিনি বুঝতে জীবনের চাষাবাদ।

তোমাতে আমাতে করেছে যে বিভাজন
সময় অসময় তাকেই স্মরণ করি
তৃষিত বুকে শান্তির সুধা পেতে
মন মন্দিরে তাহার প্রাসাদ গড়ি।

তবুও যখন মাঘ নিশি শীতে জাগে
তুমি আমি জাগি জীবনের ক্ষুধা নিয়ে
পুড়ে যাওয়া জলে কলমি লতার মত
আমাদের জীবন নরম মটিতে বাঁচে।
====================== ♠♥♠

4 thoughts on “জীবন বৃত্তে দহন চাষ

  1. তোমাতে আমাতে করেছে যে বিভাজন
    সময় অসময় তাকেই স্মরণ করি
    তৃষিত বুকে শান্তির সুধা পেতে
    মন মন্দিরে তাহার প্রাসাদ গড়ি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।