অচির প্রেমের ঝড়

21159-sc

অামার একটি দুপুর নূপুর পায়ে
সন্ধ্যা তারা খোঁজে
আমার এক বিকেলে উদাসি হাওয়া
হৃদয়ের ঘরে তোমাকে না বোঝে।
আমার তুলসি তলার সন্ধ্যা প্রদীপ
রাত জেগে যায় সুখের আশায়
আমার মন গহীনে স্বপ্নের নদী
ভর দুপুরে দু’কুল ভাসায়।

আমি সকালবেলা দুপুর হারাই
সন্ধ্যাকালে রাত
আমি পূবের আলো পশ্চিমে পাই
এমনই বরাত।
আমি জাগরণে ঘুমিয়ে থাকি
ঘুমের মধ্যে জেগে
আমি বদ্ধ ঘরে টর্নেডো পাই
হারানোর আবেগে।

তোমার ললাট বিশাল আকাশ
চাঁদ হলো লাল টিপ
জলবতী মেঘ সেথায় উড়ে
খোঁজ করে তার দিক।
তোমার অচির প্রেম চিরহরিৎ
সময় কিংবা ধ্যানে
পর্ণমোচী করলে আমায়
নিজের প্রয়োজনে।
====================♥♥

2 thoughts on “অচির প্রেমের ঝড়

  1. তোমার অচির প্রেম চিরহরিৎ
    সময় কিংবা ধ্যানে
    পর্ণমোচী করলে আমায়
    নিজের প্রয়োজনে।

    ____ চমৎকার অভিব্যক্তি প্রিয় কবি বন্ধু খেয়ালী মন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।