হতাশার চাদরে স্বপ্ন
তবুও সাজিয়ে বহুদূর
চলতে চলতে হঠাৎ
পথের মাঝে ধর্ষণ,
ভাগ্য ছয় মাসের অন্তঃসত্ত্বা
জারজ হয়ে চাহিদার জন্ম,
এক একটি চাহিদা
অট্টহাসির আঘাতে
থেতলে গিয়ে পচন ধরেছে,
মুমূর্ষু
হয়তো এই পচন ক্যান্সারে
কেমোথেরাপিতে ন্যাড়া হবে
অথবা মৃত্যুপুরীতে
শেষ তীর্থ।
তবুও
এক চিমটি আশার উঁকিতে
মনের পরিত্যক্ত ভিটায়
আবার স্বপ্নের আবাস,
আরেকটু সময় মাঙছি
শত চেষ্টায়
ফুল ফোটাবো
যদি শেষবার কথা দাও।
চমৎকার একটা লেখা
শুভেচ্ছা সহ শুভ সকাল কবি। ভালো এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা।
দারুণ লিখেছেন, শ্রদ্ধেয় কবি। শুভকামনা থাকলো।