দৃপ্ত পায়ে পুলকিত মনে
সবুজ শ্যামল গ্রামের পথে বয়ে বয়ে,
যাচ্ছি আমি আমার শেকড়ের সন্ধানে,
গ্রাম থেকে গ্রামান্তর।
ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা বুভুক্ষা কদম মালী,
শুধায় আমারে যাচ্ছো কোথায়,
বললাম শেকড়ের সন্ধানে ঐ দূরান্তে গ্রামে,
শুনেছিলাম ওয়াজেদ মিয়ার কাছে,
ওখানে নাকি আমার সপ্ত পুরুষ বাস করত,
আমি দৃপ্ত পায়ে হেঁটে হেঁটে সেথায় যাচ্ছি বাহে।
শোনো বাহে,
আর কত দিন আমি যাযাবরের মতো জীবন কাটাব,
বলতে পারো তুমি।
যাযাবরের জীবন বাহে, আসল জীবন নয়,
তাই তো আমি দিনের পর দিন শেকড়ের সন্ধানে করে যায়।
রচনাকালঃ
১৮/০৩/২০২১
যাযাবরের জীবন বাহে, আসল জীবন নয়,
তাই তো আমি দিনের পর দিন শেকড়ের সন্ধানে করে যায়।
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল
লেখা ভালো।
শুভকামনা রইল