শেখ মুজিবের জন্মদিনে

144868

তুমি যে মোদের জাতির জনক
তোমার জন্ম দিন,
রইবে গো তুমি হৃদয়ে সতত
মুছবে না কোনোদিন।

শিমুল পলাশে লাল চারিদিক
সেজেছে তাই যে ধরা,
জন্মদিনেতে প্রকৃতিও যেনো
রঙিন আবিরে ভরা।

দেশের সেবায় ছেলেবেলা থেকে
ছিলে গরিবের পাশে,
দিন মজুর বা গাঁয়ের কৃষাণ
আজো আনন্দে হাসে।

পাক সেনাদের নির্মমতায়
হারিয়েছি শত প্রাণ,
তুমি না হলে যে মুক্ত হতো না
সোনার এদেশখান।

সতেরো মার্চে এসেছিলে তুমি
এই পৃথিবীর বুকে,
তাই যে আমরা স্বাধীন আজকে
আছি গো পরম সুখে।

1 thought on “শেখ মুজিবের জন্মদিনে

  1. সতেরো মার্চে এসেছিলে তুমি
    এই পৃথিবীর বুকে,
    তাই যে আমরা স্বাধীন আজকে
    আছি গো পরম সুখে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।