মায়াবতী ললনা

একদিন সুবর্ণরেখা গ্রামের পথে,
দৃপ্ত পায়ে পুলকিত মনে হাঁটতে হাঁটতে,
পূর্ব প্রান্তে তাকিয়ে দেখতে পেলাম,
আলতা রাঙা পায়ে হেঁটে যাচ্ছে
এক মায়াবতী ললনা।
দীঘল কালো কেশ, যার নয়ন ভরা স্বপ্ন,
বদনখানিতে লেগে আছে হাসিররেখা ।
যার মুখনিঃসৃত বাণী বকুল গাছটার নিচে দাঁড়িয়ে শ্রবণ করলাম,
শ্রুতি থেকে অতি শ্রুতিমধুর বাণী গুলো।
যা একজন পথযাত্রী শ্রবণ করলে,
শ্যেনদৃষ্টিতে বদনখানি চেয়ে দেখবে।
যা তার কাছে চির চেনা সুর হয়ে রবে,
জন্ম জন্মান্তর।
সুবর্ণরেখা গ্রামটি ছবির ন্যায় ততটা সুন্দর নয়,
যতটা সুন্দর ঐ আলতা রাঙা পায়ে ললনাটা।

যে তাকে এক বার দেখবে সে তার প্রেমে না পড়ে,
কাটাতে পারবে না একটি প্রহর।
হাজারো প্রেমিক মায়াবতী ললনার দিকে তাকিয়ে থাকবে,
ততক্ষণে কেটে যাবে দিবার দৈর্ঘ্য খানি,
তবু সেই সৌন্দর্যের ঘোর শেষ হবে না প্রেমিকের।
আমারও সেই দিনে ঠিক তেমনি হয়েছিল।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “মায়াবতী ললনা

  1. নস্টালজিক কবিতা। অভিনন্দন কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি। 

      শুভকামনা রইল। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।