ঘুষখোর হাসু কাকা

175709533_

হাসু কাকা ঘুষখোর পাকা
ঐ তাঁর সুন্দর ঘর,
কাকুর যে আজ প্রতাপী সাজ
মানুষে পায় ডর।

নেতা পাতি কাকার খ্যাতি
ভাষণ কাকার বেশ,
সদাই বলেন নানান ছলে
ভালোবাসেন দেশ।

দেখতাম তাঁকে রাস্তার বাঁকে
বেচতেন বিড়ি পান,
যেতেন কাজে কন না লাজে
অফিস দাড়ো-য়ান।

ঘুষের টাকা আয় সে পাকা
জুটতো প্রতি-দিন,
চতুর মানুষ বসের ফানুস
দুঃখ সবই লীন।

এখন যে তাঁর বড় কারবার
দেশের প্রেমিক আজ,
সম্পদ ভারি বাড়ি গাড়ি
করছে দেশে রাজ।

.
মাত্রাবিন্যাস : স্বরবৃত্ত : ৪+৪ / ৪+১

2 thoughts on “ঘুষখোর হাসু কাকা

  1. লিখার সাথে ব্যবহৃত প্রচ্ছদও লিখার মতো চমৎকার পাঠবোদ্ধ লাগলো প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।