বিদায়

নশ্বর এই বসুমতীতে কেউ অবিনশ্বর নয়
সকল জীব ক্ষয়িষ্ণু,
অমর কেবা তাতে ।
স্বল্পক্ষণের মুসাফির আমরা,
অহ্নি ফুরালে যাবার পালা।
জীবন যে ছোট্ট,
জীবনের রং যে কত বিচিত্র।
কল্পনায় আমরা আঁকি রং বেরংয়ের ছবি,
আমরা যে সেই ছিবর নির্বাক কবি।
অদৃশ্য বন্ধনে বিভো বেঁধেছে আমাদের নাটাইয়ের মতো,
বিচরণের মধ্যে বিভো গুটিয়ে নেবে সেই অদৃশ্য নাটাইয়ের সুতো।
হবে না তো কোনো অভিযান শেষ,
চলে যেতে হবে পর জন্মের দেশ।
কান্না করবে আমাদের আত্মীয় স্বজন,
আরও কান্না করবে আছে যাদের ভক্ত গণ।
চার বেহারার পালকি করে নিয়ে যাবে তারা,
বলব আমরা তখন আমায় কোথায় নিয়ে যাচ্ছ কেউ দেবেন সাড়া।
মণকে মণকে মণ মাটি বুকে দেবে চাপা,
বলব তখন আমরা রেখে যেওনা এখানেতে একা।
কেউ শুনবে না সেই দিনে আমাদের কথা,
হাজারো কষ্টে নিয়ে করব আতাপাতা।
সবাই চলে আসবে বিদায়ের পরে স্ব স্ব ঘরে,
শুধু আমরা পড়ে থাকব এই মাটির তরে।
বিদায় বেদনা বিধুর শব্দ,
সেই শব্দকে সাথে নিয়ে কাটাতে হবে মাটির ঘরে অব্দের পর অব্দ।

রচনাকালঃ
২৮/০৩/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “বিদায়

  1. হবে না তো কোনো অভিযান শেষ,
    চলে যেতে হবে পর জন্মের দেশ।

    ___ পরম সত্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে লিখাটিতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অসাধারণ মন্তব্য। 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।