দশটি অনুকাব্য

(১)
কারো কোন দোষ নেই
নেই কোন ভুল,
অসময়ে কাছে আসার
দিতে হচ্ছে মাশুল।

(২)
পাখিরা নিজেদের নীড়ে ফিরে যায়
নদীগুলো মিলিত হয় মোহনায়,
আমি একযুগ ধরে অপেক্ষা করছি
তোমার সাথে মিলিত হওয়ার নেশায়।

(৩)
এক সমুদ্র ভালোবাসা নিয়ে
অপেক্ষায় ক্লান্ত মন,
সুখের দেখা মিলবে সেদিন
তুমি আসবে যখন!

(৪)
হাত নিশপিশ করে চাঁদ ছুঁতে
সে তো অনেক দূর আকাশে,
তোমার মুখটিও ছুঁতে পারিনা
কম তো নয় চাঁদের থেকে !

(৫)
কোন ওষুধে কাজ হয়নি
ডাক্তার কী আর জানে –
আমার শরীর মনের অসুখ
তোমাকে দেখলেই ঠিক হবে !

(৬)
যেমন আছো
তেমন থেকো
বদল চায় না
একটুও…
খুশির পরশ
লাগুক প্রাণে
স্বপ্ন ছেড়ে
বাস্তবেও…

(৭)
তোমার মায়াবী প্রেমে
এমন গোলকধাঁধায় আটকে আমি,
যেখানে দরজা অনেক
কিন্তু প্রতিটি দরজা খুললেই তুমি।

(৮)
হাজারো দীর্ঘশ্বাস শান্ত হয়ে যায়
তোমাকে একবার দেখলে,
হাজারো ঝগড়ার অবসান ঘটে
তুমি সামনে চলে এলে।

(৯)
তুমি ছাড়া কবিতা চর্চা
সেতো স্পন্দন ছাড়া হৃদপিণ্ডের মতো।
তুমি ছাড়া আমার জীবন
সেতো আত্মা ছাড়া শরীরের মতো।

(১০)
তোমার চোখে স্বপ্ন অনেক
আমার বুকে ভালোবাসা,
তোমার বুকে কষ্ট অনেক
আমার চোখ জলে ভাসা।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

3 thoughts on “দশটি অনুকাব্য

  1. দশটি মুগ্ধতা একত্রে যোগ করে আপনার জন্য শুভেচ্ছা রাখলাম কবি মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2.  চমৎকার অনুভূতির উপস্থাপনা ,কলম চলবে অবিরাম 

মন্তব্য প্রধান বন্ধ আছে।