লম্বা হচ্ছে লাশের সারি

মৃত্যুর মিছিল, লম্বা হচ্ছে লাশের সারি
রক্তের স্রোত, মাংসের দলা, চূর্ণ বিচূর্ণ হাড় গোড়
রক্ত, শরীর, প্রাণ, আহাজারি
যন্ত্রণার আর্ত-চিৎকারে ভারী হয়ে গেছে গোটা বাংলাদেশের বাতাস
চারিদিকে হা হুতাশ; শোকের মাতম, মর্মস্পর্শী দৃশ্যপট
নির্বাক মনুষ্যত্ব! বিমূঢ় জাতির অন্তর্যামী…

কে শুনবে কার কান্না
কে গুছাবে কার বেদনা
ভাষা হীন মানুষ কি বলে দেবে সান্ত্বনা!

এখানে সীমানা ছাড়িয়েছে সীমানার প্রাচীর
কে স্বজন, কে নারী কে পুরুষ
কে শিশু, কে কিশোর; মরণ এসে কেড়ে নিয়েছে সেই পরিচয়
এখন সবাই লাশ! মৃত্যুর মিছিলের যাত্রী
আর কোন ভোর ভাঙবেনা তাদের ঘুম
আর কোন ধ্বংস যজ্ঞে পোহাবেনা রাত্রি।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “লম্বা হচ্ছে লাশের সারি

  1. যন্ত্রণার আর্ত-চিৎকারে ভারী হয়ে গেছে গোটা বাংলাদেশের বাতাস। :(

  2. লম্বা হচ্ছে লাশের সারিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    মনের মাঝে পরিবেশের প্রতিক্রিয়ার সৃষ্টিশীল প্রকাশইতো কবিতা। আপনার কবিতা স্বার্থক, সুন্দর ।

  3. অতি  চমৎকার লিখেছেন। 

    শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।