জিজ্ঞাসা

হে বিভো, কেমনে স্থাপিলা
শূন্যে সুধাকর আর সবিতারে,
জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
অদৃশ্য সমীরে যা অনুভাবিত,
জিজ্ঞাসা আমার।

হে বিভো,কেমনে স্থাপিলা,
এ নিথর মানব দেহে প্রাণ,
জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
ঐ জোনাকির দেহে আলো,
জিজ্ঞাসা আমার ।

হে বিভো, কেমনে স্থাপিলা
স্তম্ভবেদি হীনা এই বসুমতী,
জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
ফুল সৌরভ ও ফলের স্বাদ,
জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
এই মেদিনীতে শূচি শুদ্ধ চাতকের,
জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
সুধাকরের মিষ্টি মধুর আলো,
জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
সবিতারে এত প্রখর রৌদ্র,
জিজ্ঞাসা আমার।

হে বিভো, কেমনে স্থাপিলা
দিনের আলো আর আন্ধারে,
জিজ্ঞাসা আমার।

রচনাকালঃ
২২/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “জিজ্ঞাসা

  1. কবিতাটি পড়লাম। অসাধারণ রিদম খুঁজে পেলাম লিখাটিতে। আমার ভালো লেগেছে। অভিনন্দন কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।