এসো হে শুভ নববর্ষ-১৪২৮ …. আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (চতুর্থ পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষ নব সাজে আসে ধরণীর মাঝে
কত খুশি কত হাসি গান,
এসো পয়লা বৈশাখ হিংসা দ্বেষ দূরে যাক
দুঃখ শোক হোক অবসান।
আজি পয়লা বৈশাখে পাখি গায় তরুশাখে
কাননে ফুটিল ফুলকলি,
ফুল ফুটে ফুলবনে আসে মধু আহরণে
দলেদলে আসে ধেয়ে অলি।
আঙিনায় রোদ হাসে নতুন সকাল আসে
নতুন সূর্য দেয় কিরণ,
নব সাজে কিশোরীরা হেরি রূপ মনোহরা
নববর্ষে মধুর মিলন।
পূব আকাশের কোণ সাজে লোহিত বরণ
আবীর মাখানো রবি হাসে,
নতুন সূর্যের আলো চারিদিক লাগে ভালো
শিশির শুকানো দূর্বা ঘাসে।
অজয়ের নদীচরে দেখি কত শোভা ধরে
বর্ষে বর্ষে হরষিত মন,
বসন্ত ছাড়িল শ্বাস আসিল বৈশাখ মাস
কবিতায় লিখিল লক্ষ্মণ।
অজয়ের নদীচরে দেখি কত শোভা ধরে
বর্ষে বর্ষে হরষিত মন,
বসন্ত ছাড়িল শ্বাস আসিল বৈশাখ মাস
কবিতায় লিখিল লক্ষ্মণ।
___ প্রাণঢালা শুভ কামনা প্রিয় কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকুন, পাশে রাখুন।
প্রত্যাশা রাখি। জয়গুরু।