নীল খামের ভালবাসা

1864726

নীল খামে ভরে পাঠিয়েছিলে যে ভালোবাসা
আজ তাকে মনে হয় কলমী লতার ফুল
ভেসে থাকা প্রাণ চোখের জলের সাথে
স্বপ্নের মাঝে হারায় অমরাবতী।

ফাগুনের আগুনে হৃদয়ে দাবানল
সবুজ পাতারা হলুদ হয়ে ঝরে
তোমার আমার জীবনের দোলাচল
অচল গল্পের মুলতবি টেনে আনে।

রাতের আকাশে আঁধারের ঘোরে
নক্ষত্রপথে চপলা চঞ্চল আলো,
দূর থেকে দেখে তৃষ্ণা শুধুই বারে
তার থেকে ভালো, হয়ে যাও এক নদী
সম্পূরক প্রেম ভাসে যাবে নোনা জলে।

শরাবের পেয়ালায় একাকি মানব জাগে
শিহরণ খোঁজে লাজুক রাঙা জলে
খাঁচায় বন্দী ময়না পাখিটা আজ
শেখানো কথা নিজেকেই নিজে বলে।

এখনো ফাগুনের হয়নি অবসান
শুকানো পাতা পায়ের চাপে ভাঙে
অঙ্গনে থাকা নীল হওয়া কলমী ফুল
চিরবিদায়ের সুর জাগে তার গানে।
======================= ♥

2 thoughts on “নীল খামের ভালবাসা

  1. অঙ্গনে থাকা নীল হওয়া কলমী ফুল … চিরবিদায়ের সুর জাগে তার গানে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।