বিভাজন রেখা

কী-ই বা যায় আসে যখন কেউ ঝকঝকে কলারের নীচে বেখাপ্পা ময়লাটে গেঞ্জি পরে
আগডোম বাগডোম ঢোলের সঙ্গে সঙ্গতে নেমে পড়ে?

আসলে বিভাজন শব্দটা একটা সর্বৈব সত্য, কলার আর ময়লা গেঞ্জির মতোই।
বাংলা কবিতা যেমন ইংরেজির মাস্টারমশাইদের হাতে শায়েস্তা হলো, থুড়ি ফুল ফোটাল!
তারপর বিষয়টা খুব কলার তোলা গরিমায় মোলায়েম ফ্যালাসি পর্যায়ে চলে গেছে।
সুতরাং লাঙ্গল তুলে ধরা ছাড়া বাংলার গেঁয়ো গণ্ডমুর্খের দল করবেটাই বা কী!

কলকাতার সত্যপীরের দরগায় লম্ফ জ্বলছে
মুশকিল আশানের। সেই আলো দেখে যে কোনো গন্ধপ্রিয় মাছি তো ছুটবেই।

1 thought on “বিভাজন রেখা

  1. অনিয়মিত হলেও একটি মানসম্মত কবিতা পড়লাম। শুভেচ্ছা সহ শুভদিন প্রিয় কবি। নিয়মিত লিখুন এবং নিয়মিত থাকুন শব্দনীড়ের সাথে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।