মনে কিছু আশা শুধু ভালোবাসা
আর চাই নাহি কিছু,
ওই চোখ দুটি সদা আছে ফুটি
ঘুরি আমি পিছু পিছু।
বুক ভরা আশা মনে জাগে ভাষা
বলবো তোমার সনে,
দিয়ে হাতে হাত হবে বাজি’মাত
শুধু সেই ক্ষণে ক্ষণে।
নব পাতা তলে গান দলে দলে
শুনি দুইজন মিলে,
জীবন ছন্দ ভালো কি মন্দ
কথা বলি ভালো দিলে।
জীবন নদীতে সুখের গদিতে
ভাসবো আমরা তাই,
আমি চাই শিশু খেলবো যে পিছু
খুুুশির যে শেষ নাই।
রব তোমা পাশে সদা বারো মাসে
ইচ্ছে ভাবনা কথা
চলি আমি কভু দূর হয় তবু
মনের সকল ব্যথা.।
৬+৬/৬+২
রচনাকালঃ
০৫/০৭/২০২১
সুন্দর এবং পরিচ্ছন্ন মানের কবিতা উপহার দিয়েছেন কবি। শুভ সকাল।
শুভকামনা রইল।

সতত সুস্থ থাকুন।।
মন ছোঁয়া লেখা। ভালো লাগার এক কবিতা।
শুভকামনা রইল
যেখানে বর্তমানে শব্দনীড় ব্লগের অনেক গুনী লেখক/লেখিকা নিজের লেখায় অন্যজনের করা মন্তব্যের প্রত্যুত্তরই দেয় না, সেখানে আপনি আপনার দায়িত্ব পালনে অটুট। খুশি হলাম দাদা।