তেলবাজি

2154

তেলে তেলবাজি খেলা
খেলছে আনাচে-কানাচে,
নেতার পায়ে মেখে তেল
ডিং-ডিনা-ডিং নাচে।

শরীরে মেখে তেল
করে শরীর তৈলাক্ত,
নেতাদের মেখে তেল
হয়ে যায় তার ভক্ত।

তেলে ভাজা ইলিশ
খেতে বড় মজা,
তেল মাখতে করলে ভুল
ভোগ করে সাজা।

খাঁটি সরিষার তেল
সবার কাছে পছন্দ,
তেল ছাড়া দুর্নীতিবাজরা
পায়না মনে আনন্দ।

তাইতো তেলের মূল্যবৃদ্ধি
দিনদিন অকারণে বাড়ছে,
সরিষা নারিকেল সোয়াবিন
সীমা ছেড়ে যাচ্ছে।

তেল মাখার কৌশল
জানা আছে যার,
তিনিই হয়ে ওঠে
এলাকার পছন্দের সবার।

তেলে হয়েছে তেলতেলা
এই বাংলার রাজনীতি
কর্তাদের মেখে তেল
কোটিপতি হচ্ছে রাতারাতি

তেলে শান্তি তেলে মুক্তি
তেল মেখে ধান্ধাবাজি
তেলে তৈলাক্ত রাজপ্রাসাদ
সদা দুর্নীতি কারসাজি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

3 thoughts on “তেলবাজি

  1. রূপক অর্থে আপনার এই রকম জীবন বোধনের প্রত্যেকটি লিখা অসাধারণ।
    একরাশ শুভ কামনা প্রিয় কবি মি. নিতাই বাবু। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শ্রদ্ধা-সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।