অক্ষরবৃত্ত ছন্দঃ৮+৬
অকৃত্রিম অকৃপণ ভালোবাসে মাতা
মাতা যে পরম ধন জীবনের ছাতা।
এমন মমতাময়ী নারী নেই কভু
হাজার জনম খুঁজে পাবে নাকো তবু্।
নিজে উপবাস থেকে ছা’কে দেয় অন্ন
মা শুধু সুখটা রাখে সন্তানের জন্য।
ঘাত প্রতিঘাতে মায়ে রক্ষা করে তবে
তার মতো মমতাময়ী নেই তবে ভবে।
করো হে আপন মন মাকে তবে সেবা
মায়ের মতো আপন ভূ’তে আছে কেবা।
মায়ের মুখের হাসি অমূল্য রতন
মা যে জীবনের বাঁশি করো হে যতন।
রচনাকালঃ
১০/০৮/২০২১
কবিতার প্রতি গভীর শ্রদ্ধা রইল
অপূর্ব মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।
মায়ের মুখের হাসি অমূল্য রতন
মা যে জীবনের বাঁশি করো হে যতন।
অপূর্ব মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।