৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
মোটাতাজা নিতাই বাবু
মাষ্টারি তার পেশা,
শ্রেণিকক্ষে বসে বসে
ঘুম পারা তার নেশা।
ধার ধারে না পড়াশোনার
নিতাই চন্দ্র বাবু,
প্রহার করে শিক্ষার্থীদের
করে ফেলে কাবু।
হৃদয় খানা বিষে ভরা
মুখে মধুর বুলি
জাতির ক্ষতি করে শুধু
এমন মাস্টার গুলি।
মাষ্টার হলো জাতির জন্য
আঁধার পথের আলো,
সমাজ থেকে দূর করে তো
অজ্ঞাতার ওই কালো।
তারা যদি হেলায় হেলায়
সময় করে পারি,
ধরার বুকে আঁধার আসবে
ওই না গাড়ি গাড়ি।
রচনাকালঃ
১৭/০৮/২০২১
লম্বা বিরতির পর আপনার কবিতা পড়লাম। শুভ কামনা প্রিয় কবি। শুভ সকাল।
পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা রইল প্রিয়।।
বাহ্ দারুন মুগ্ধকর লেখনী, শুভকামনা রইলো কবি
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।