শূন্যতায় পূর্ণতা

আমি আজ শূন্যতায় পূর্ণতা খুঁজি
নিরাশার মাঝে দেখি আশার ক্ষীণ আলো।
আমি বেদনার কবি, বিরহের কবি
আমার হৃদয়ের অন্তঃপুরে দুঃখকে
অতি সমাদরে পুষি।
নিজের বক্ষ ভেদে বৃক্ষ যেমন মানুষেরে করে
পুষ্প দান, আমিও আমার জীবনের সর্বস্ব দিয়ে
পেয়েছি শুধু অপমান।
আমি নিস্তব্ধ নির্বাক কবি
কল্পনায় আঁকি প্রিয়জনের ছবি।
আমি আজ বিষণ্ন মনে আনন্দ খুঁজি
আমি বেদনার কবি, বিরহের কবি।

রচনাকালঃ
১৪/০১/২০২২

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “শূন্যতায় পূর্ণতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।